প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ২০:৫০
সংস্কারকাজ (ওয়ার্কওভার) শেষে হবিগঞ্জ-৫নং কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক অতিরিক্ত ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাপেক্সের ‘বিজয়-১১’ রিগ ব্যবহার করে কূপটির ওয়ার্কওভার সফলভাবে সম্পন্ন করা হয়েছে। সংস্কারশেষে কূপটি থেকে দৈনিক ২৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
ওয়ার্কওভার আগে কূপটি থেকে দৈনিক গড়ে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের সঙ্গে অতিরিক্ত পানি ও বালু উঠে আসত। এখন উৎপাদিত গ্যাস সম্পূর্ণ ‘ড্রাই গ্যাস’ হিসেবে গ্রিডে যাচ্ছে। পেট্রোবাংলা জানায়, চলতি মাসের ৫ তারিখের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অধীন কৈলাসটিলা–১নং কূপের ওয়ার্কওভার কাজ সম্পন্ন করে দৈনিক প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এ ছাড়াও চলতি মাসে আরও তিনটি কূপ- সিলেট- ১০এক্স, সিলেট–১১, এবং শ্রীকাইল-৫- এর খননকাজ শেষ হবে বলে আশা করছে পেট্টোবাংলা।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি আরও জানায়, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে বাপেক্সের মাধ্যমে বিয়ানীবাজার–২ ও সেমুতাং–১ কূপের ওয়ার্কওভার কাজ সম্পন্ন হবে। এই উৎপাদন বৃদ্ধি জাতীয় গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অর্থ-বাণিজ্য থেকে আরো পড়ুন