সিলেটে ‘ডেভিল হান্ট ফেইজ-টু’ এর বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে জালালাবাদ থানাধীন লন্ডনী রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশ্রব আলী সিলেট নগরীর জালালাবাদ থানাধীন কালীরগাঁও এলাকার মৃত আজন আলীর ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জালালাবাদ ইউনিয়ন পরিষদের (১নং) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুজুকৃত জালালাবাদ থানার মামলা নং-১১/১৪৮, তারিখ-২৭/১০/২০২৪; ধারা-3/4 The Explosive Substances Act, 1908; তৎসহ 143/147/148/149/307/323/325 The Penal Code, 1860 মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন