সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কে যাত্রীবাহী এনা বাস ও পিকআপ সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।
শনিবার(১৭ জানুয়ারি) সকালে ৭ টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বুরাইরগাঁও ইকবাল মঞ্জিল বসতবাড়ি সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি পুলিশের সহায়তায় নিহত পিকআপ ট্রাক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান,সকালে যাত্রীবাহী এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেট হয়ে যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিল। অপর দিকে পিকআপটি সিলেটের উদ্দেশ্য যাচ্ছিল।
এসময় গোবিন্দগঞ্জের বুরাইরগাঁও ইকবাল মঞ্জিল বসতবাড়ি সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আসার পর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
এতে ঘটনা পিক-আপের চালক ঘটনা স্থলেই নিহত হয়। এই ঘটনায় পিক-আপের চালক ও এনা পরিবহনের বাসের চালক গুরুত্ব আহত হয়েছে। অন্যান্য যাত্রীরা আহত হয়।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুমন কুমার চৌধুরী নিহতের সত্যতা নিশ্চিত করে জানান,নিহত পিকআপ চালকের নাম জানা যায় নি। গুরুত্বর আহত এনা পরিবহনের চালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন