জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গড়লেও আসন বিষয়ক সমঝোতা না হওয়ায় একক ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রতীক হাতপাখা।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান দলের এ সিদ্ধান্তের কথা জানান।
দলের নির্বাচনী আসন সমঝোতা বিষয়ে অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা ২৭০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে দুটি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন বলেন আতাউর রহমান।
তিনি বলেন, এসব আসনে দলের প্রার্থীরা আলাদাভাবে নির্বাচন করবে। একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবে না।
রাজনীতি থেকে আরো পড়ুন