সিলেট

শ্রীমঙ্গলে পদ ফিরে পেলেন বিএনপি নেতা ইদ্রিস

প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ১৫:০৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এম ইদ্রিস আলীর পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) তাকে পদ ফিরিয়ে দেয়া হয়।

জানা গেছে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কারণে পূর্বে এম ইদ্রিস আলীর পদ স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তাদের কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট নেতার লিখিত জবাব পর্যালোচনা শেষে বিষয়টি পুনর্বিবেচনার জন্য জেলা নেতৃত্বের কাছে প্রতিবেদন দাখিল করে।


পুনর্বিবেচনার পর জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এম ইদ্রিস আলীর পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করার জন্য তাকে নির্দেশনা দেয়া হয়। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন-এর যৌথ স্বাক্ষরে এসব তথ্য জানানো হয়।

 

সিলেট থেকে আরো পড়ুন