বিশেষ প্রতিবেদন

পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৯৮ কারাবন্দী

প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬ ১৭:২৩

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে আবেদন সম্পন্ন করেছেন সিলেটের দুই কারাগারের ২৯৮ জন বন্দী। কারাগারে থেকেও ভোট দেবার অপেক্ষায় এই বন্দিরা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত কারা কর্তৃপক্ষ। 


কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পোস্টাল ভোট দেওয়ার জন্য ৪০০ অধিক বন্দী আবেদন করেছিলেন। তবে আইডি কার্ড সরবরাহ করতে না পারায় অনেকের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়নি। 
কারাগার-১ থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৫১ জন বন্দী। অপরদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৪৭ জন বন্দী পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।


এছাড়া, পোস্টাল ভোট বিডির ইন কানট্রি পোস্টাল ভোটিং (ওঈচঠ)-এর রিপোর্ট সূত্রে জানা যায়, সিলেট জেলা থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ২২৩ জন কারাবন্দি, হবিগঞ্জ জেলায় ২১৭ কারাবন্দি, সুনামগঞ্জ জেলায় ৯২ জন এবং মৌলভীবাজার জেলায় নিবন্ধন করেছেন ৫৯ জন কারাবন্দি।


সিলেট কেন্দ্রীয় কারাগার-১ সূত্রে জানা যায়, বর্তমানে সেখানে বিভিন্ন মামলায় মোট ১ হাজার ৫৭২ জন বন্দী রয়েছেন। অন্যদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ বর্তমানে মোট ৮৭২ জন বন্দী রয়েছেন।


জানাগেছে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিবন্ধনকৃত কোনো বন্দী যদি ১২ ফেব্রুয়ারির আগে জামিনে মুক্তি পান, তাহলে তিনি সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে ভোট দিতে চাইলে তাকে কারাগারে এসে কর্তৃপক্ষকে জানাতে হবে, এরপর যথাযথ প্রক্রিয়ায় পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোট গ্রহণ করা হবে।


সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ‘মহানগর এলাকার কারাবন্দিদের মধ্যে ৪৭ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যেসব বন্দী এনআইডি সরবরাহ করতে পেরেছেন, তাদের সবার নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।


সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মোসা. নাহিদা পারভীন সিলেটের মানচিত্রকে বলেন, পোস্টাল ভোটের জন্য ৪০০ জনের মতো আবেদন করেছিলেন। এরমধ্যে ২৫০ জনের বেশি বন্দির নিবন্ধন সফলভাবে সম্পন্ন হলেও ত্রুটির কারণে কয়েকজনের নিবন্ধন বাতিল করা হয়েছে। তিনি আরো বলেন, পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ প্রতিবেদন থেকে আরো পড়ুন