সিলেট

পশ্চিম সোনার পাড়া বায়তুন নূর জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল রোববার

প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬ ১৭:৩৩

নগরীর পশ্চিম সোনারপাড়ার বায়তুন নূর জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বাদ যোহর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এই মাহফিলটি চলবে। 

এতে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম ক্বাসিমী ঢাকা। 


বিশেষ অতিথির বয়ান রাখবেন হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান আংগুরা, হযরত মাওলানা তৈয়্যিবুর রহমান লাফনাউট, হযরত মাওলানা বাহাউদ্দীন বাহার, 
মাওলানা সাইদুর রহমান শ্রীরামপুর।
 
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূর আহমদ ক্বাসিমী।

এতে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মসজিদের মুতাওয়াল্লি মাসুক আহমেদ ও সেক্রেটারি মো. ফয়েজ উল কয়েস।
 

সিলেট থেকে আরো পড়ুন