বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষ করে সংখ্যালঘু, আদিবাসী, নারী-পুরুষসহ সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল রেনেসান্সে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস তাদের নির্বাচন পর্যবেক্ষণ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্পর্কিত প্রশ্ন করা হলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোটারদের হার কত হবে সেটা দেখে অংশগ্রহণমূলক বিষয় বলা যাবে।
এ ব্যাপারে আগে থেকে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সারাবিশ্ব থেকে আরো পড়ুন