ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলায় বাতিল হওয়া ৩৬টি মনোনয়নপত্রের মধ্যে ১০জন আপিল করেছিলেন। এরমধ্যে রোববার পর্যন্ত প্রার্থীতা ফিরে পেয়েছেন হবিগঞ্জের তিন প্রার্থী। প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানিতে হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির প্রার্থী মোকাম্মেল হোসেন ও হবিগঞ্জ-১ আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কাজী তোফায়েল আহম্মেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রোববার (১১ জানুয়ারি) হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন প্রার্থীতা ফিরে পান।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া ৩৬ প্রার্থীর মধ্যে ১০ জন নির্বাচন কমিশনে আপিল করেছেন। বুধবার সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আপিল কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (আন্তর্জাতিক) মিজ ফৌজিয়া সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়েরের শেষ সময় আগামী ১১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বুধবার পর্যন্ত সিলেট অঞ্চল থেকে ১০ জন প্রার্থী আপিল করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আরও আপিল জমা হতে পারে বলে জানান তিনি।
নির্বাচনের তফশিল অনুযায়ী, দায়ের করা আপিলগুলো আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করা হবে। এ ছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনি প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন আসনে ভোট অনুষ্ঠিত হবে।
আপিল শুনানির ফলাফলের ওপর ভিত্তি করে সিলেট বিভাগের সংসদীয় আসনগুলোর প্রার্থীরা এখন নিজেদের প্রার্থিতার বৈধতা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
সিলেট থেকে আরো পড়ুন