সিলেটের ১৯টি আসন:দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেবেন মোট ১ লাখ ৩ হাজার ১৬৭ জন ভোটার। এর মধ্যে প্রথমবারের মতো প্রবাসে অবস্থান করেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ৭৩ হাজার ১৮১ জন প্রবাসী ভোটার। তাদের মধ্যে সবচেয়ে বেশী ভোটার সিলেট-১ আসনে আর সবচেয়ে কম ভোটার সুনামগঞ্জ-২ আসনে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনেক আসনে এই পোস্টাল ভোট বদলে দিতে পারে ফলাফলের চিত্র- এমনটাই মনে করেন অনেকেই।
সিলেটের ১৯টি আসনে পোস্টাল ভোটে ১ লাখের বেশি ভোটারের অংশগ্রহণ, বিশেষ করে ৭৩ হাজার প্রবাসী ভোটারের সক্রিয় উপস্থিতি, এবারের নির্বাচনকে নতুন মাত্রা দিয়েছে। ইতোমধ্যে প্রবাসীদের হাতে ব্যালট পেপার পৌঁছে গেছে। এখন শুধু অপেক্ষা ভোট দিয়ে ডাকযোগে প্রেরণ আর ভোট গণনার দিনেরÑ যেখানে প্রবাসীদের ভোট দেশের গণতান্ত্রিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভিন্ন দেশে থাকা পোস্টাল ভোটের জন্য আবেদন করা ১৩ জন প্রবাসীর সাথে কথা হয় প্রতিবেদকের। তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইতোমধ্যে তাদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে গেছে। দুটি ব্যালটের সাথে একটি ফেরত পাঠানোর খামও দেয়া হয়েছে। একটি গণভোটের হ্যাঁ-না ব্যালট এবং একটি সকল প্রতীকের ছবি সম্বলিত ব্যালট। এই ব্যালটে প্রতীকের পাশে টিক চিহ্ন দেয়ার জন্য একটি গোলবৃত্ত রয়েছে।
তারা জানান, ২১ জানুয়ারি অ্যাপসে কিউআরকোড স্ক্যান করলে ভোট একটিভ হবে। এরপর নিজের পছন্দমতো প্রতীকের পাশে ঠিক চিহ্ন দিয়ে ও গণভোটে যেকোন একটিতে ঠিক চিহ্ন দিয়ে ফেরত খামে ভরে ডাকযোগে পাঠাবেন তারা।
বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট বিভাগের প্রবাসী ভোটারদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যালট হাতে পাওয়ায় নিজেদের অনুভূতি প্রকাশ করছেন। তারা বলছে, প্রবাসে থেকেও দেশের নির্বাচনে অংশ নিতে পারা তাদের জন্য গর্বের বিষয়। এতে দেশের প্রতি দায়িত্ববোধ ও রাজনৈতিক সচেতনতা আরও বেড়েছে।
নির্বাচন কমিশনের উদ্যোগে এবার প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা হয়েছে। ফলে প্রবাসে বসবাসরত ভোটাররা প্রথমবারের মতো স্বাচ্ছন্দ্যে নিজ নিজ এলাকার প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগকে প্রবাসীরা স্বাগত জানিয়েছেন এবং এটিকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখছেন।
পোস্টাল ভোট বিডি’র তথ্যসূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ৪টি জেলায় পোস্টাল ভোটের জন্য ভোট দিবেন মোট ১ লাখ ৩ হাজার ১৬৭ জন। এরমধ্যে প্রবাসে অবস্থান করে ভোট দিবেন ৭৩ হাজার ১৮১ জন। আর দেশের অভ্যন্তরে থাকা ২৯ হাজার ৯৮৬ জন পোস্টাল ভোট দিবেন।
সিলেট জেলার ৬টি আসনে মোট আবেদনকারী ভোটার সংখ্যা ৪৫ হাজার ৮০৬ জন। এরমধ্যে পুরুষ ৩৮ হাজার ৪৭৭ ও মহিলা ৭ হাজার ৩২৯ জন। তাদের মধ্যে অনুমোদিত ৪৫ হাজার ৫৮১, অনুমোদনের অপেক্ষায় আছেন ২২৫ জন। তাদের মধ্যে পোস্টাল ভোটের জন্য বিভিন্ন দেশ থেকে ৩৬ হাজার ২১৬ জন প্রবাসী আবেদন করেন। আর দেশের অভ্যন্তরে থাকা ৯ হাজার ৫৯০ জন আবেদন করেছেন। তাদের মধ্যে, সরকারি চাকরিজীবী ৮ হাজার ৭৫ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ হাজার ২৫৮ জন, আনসার ও ভিডিপির সদস্য ৩৪ জন, কারাবন্দি ২২৩ জন।
সুনামগঞ্জ জেলার ৫টি আসনে আবেদনকারী ভোটার সংখ্যা ১৮ হাজার ১৫৩ জন ভোটার। এরমধ্যে ১৫ হাজার ৭১, মহিলা ৩ হাজার ৮২। তাদের মধ্যে ৯ হাজার ৯৭৮ জন প্রবাসী, সরকারি চাকরিজীবী ৬ হাজার ৭৫০, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ হাজার ২৪১, আনসার ও ভিডিপি ৯২, কারাবন্দি ৯২ জন। ইতোমধ্যে ভোট দেয়ার জন্য অনুমোদন পেয়েছেন ১৮ হাজার ৮৫ ভোটার। এখনো অনুমোদনের অপেক্ষায় আছেন ৬৮ জন।
মৌলভীবাজার জেলার ৪টি আসনে ২৩ হাজার ৭৯৮ জন আবেদনের মধ্যে ২৩ হাজার ৭২৮ ভোটার দেয়ার জন্য বিবেচিত হয়েছেন। অনুমোদনের অপেক্ষায় আছেন ৭০ জন। তারমধ্যে প্রবাসী ভোটর সংখ্যা ১৮ হাজার ৬১ জন, সরকারি চাকরিজীবী ৪ হাজার ৮৫৬, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৭১৩, আনসার ও ভিডিপি ৩৯ এবং কারাবন্দি ৫৯ জন।
হবিগঞ্জ জেলার ৪টি আসনে ১৫ হাজার ৪১০ জন আবেদনের করলে অনুমোদিত হন ১৫ হাজার ৩৪৩ জন। তাদের মধ্যে প্রবাস থেকে ভোট দিতে আবেদন করেছেন ৮ হাজার ৯২৬ জন, সরকারি চাকরিজীবী ৫ হাজার ৪৫৩, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৬৯৯, কারাবন্দি ২১৭ এবং আনসার ও ভিডিপি ৩৯ জন।
আসনভিত্তিক তথ্যে জানা যায়, সিলেট জেলার ৬টি আসনের মধ্যে সিলেট-১ আসনে মোট ১২ হাজার ৪৫৮ জন, সিলেট-২ আসনে ৪ হাজার ৮২৬, সিলেট-৩ আসনে ৬ হাজার ১৪১, সিলেট-৪ আসনে ৪ হাজার ৮৩৯, সিলেট-৫ আসনে ৭ হাজার ৯৪১ ও সিলেট-৬ আসনে ৯ হাজার ৫১৯ জন।
মৌলভীবাজার জেলার ৪টি আসনের মধ্যে, মৌলভীবাজার-১ আসনে ৬ হাজার ৫৭৫, মৌলভীবাজার-২ আসনে ৫ হাজার ৫৯৭, মৌলভীবাজার-৩ আসনে ৬ হাজার ৭৫৪, মৌলভীবাজার-৪ আসনে ৪ হাজার ৮৩৭ জন।
সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৩ হাজার ৮১২, সুনামগঞ্জ-২ আসনে ১ হাজার ৭২২, সুনামগঞ্জ-৩ আসনে ৩ হাজার ২২০, সুনামগঞ্জ-৪ আসনে ৩ হাজার ৭৯৩ এবং সুনামগঞ্জ-৫ আসনে ৫ হাজার ৫৭২ জন।
হবিগঞ্জ জেলার ৪টি আসনের মধ্যে হবিগঞ্জ-১ আসনে ৪ হাজার ৩০৯, হবিগঞ্জ-২ আসনে ২ হাজার ৮৪৬, হবিগঞ্জ-৩ আসনে ৩ হাজার ২৬০, হবিগঞ্জ-৪ আসনে ৪ হাজার ৯৭২ জন।
নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, পোস্টাল ভোটের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি ব্যালট নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে গ্রহণ ও গণনা করা হবে। কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে সেজন্য আলাদা মনিটরিং টিম কাজ করছে।
বিশেষ প্রতিবেদন থেকে আরো পড়ুন