সিলেট

ওসমানীনগরে বেগম খালেদা জিয়া’র মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ১৬:০৭

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় সিলেটের ওসমানীনগরে দোয়া মাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ ও স্পেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্কাস মিয়ার সার্বিক সহযোগীতায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নুরপুর ও জহিরপুর গ্রামবাসীর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহোদর সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আছকির আলী। সভাপতিত্ব করেন,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালা মিয়া।  উপজেলা যুবদলের সদস্য সৈয়দ ফয়ছল আলী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খালেদ আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স, জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন।


বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন ও বলিষ্ঠ নেত্রী। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান বারবার দেশের মানুষকে সাহস ও প্রেরণা যুগিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে আজীবন সংগ্রাম করে গেছেন। দীর্ঘ সময় কারাবরণসহ নানা রাজনৈতিক নির্যাতনের শিকার হলেও তিনি কখনো আদর্শচ্যুত হননি বরং প্রতিকূল পরিস্থিতিতেও তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় অবিচল থেকেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় থাকবে।


এদিকে, প্রবাসে থেকেও দলীয় কার্যক্রম বেগবানে অব্যাহত সহযোগীতায় যুক্তরাজ্য প্রবাসী শিপন আহমদ ও স্পেন প্রবাসী আক্কাস আলীকে ধন্যবাদ জানান বক্তারা।


বক্তব্য রাখেন, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সমাজ সেবা সমাজসেবা সম্পাদক বাদল মিয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক রাজু আহমদ রাজ, তাজপুর কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক জুনাইদ হোসেন, সদস্য সচিব ইলিয়াস আলী, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পাবেল আহমদ মিঠু প্রমুখ।


সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া পরিচালনা করেন, হাফিজ মোশাহিদ আলী।


 

সিলেট থেকে আরো পড়ুন